ভাবনা
- Jamil Ahmed - স্বপ্ন থেকে গল্প ২৮-০৩-২০২৪

জীবন নিয়ে আমার কতনাই ভাবনা কী হব জীবনে নিয়ে তা বাসনা , কত লোকে কত জনে কত কী কয় ভাবনা ছাড়া কী কোন কিছু হয় ৷ ভাবিতে ভাবিতে জীবন যায় কেটে ভাবনার তবু শেষ নাহি জোটে, ললিত চিত্তে প্রবৃত্তি কর তোমার অভিলাষ হবে গজানো যখন তার শেষ নিশ্বাস ৷ ভাবিতেছি তাই মনে যাহা পাই তবু ভাবনার শেষ নাহি হয়, আমি চলে যাব তবু থেকে যাবে সে ভাবনাকে ছাড়া বাঁচে কে কবে ৷ ভাবনা হবে সেই দিন তো ভাই যেই দিন আমি আর নাই _ জামিল আহমেদ

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

M2_mohi
১০-০১-২০১৭ ১৯:৪১ মিঃ

অভিজ্ঞতা লব্ধ লেখা

baanna
০৮-০১-২০১৭ ০২:১১ মিঃ

চরনের মাঝে যে অনাবিল আনন্দ এবং গভিরতা,যেন দূর্জয় ব্যক্ত হয়েছে