প্রিয়তম নিশ্চয়ই
- এস এম খায়রুল বাসার ২৬-০৪-২০২৪

পাখির কুজন, ফুলে ফুলে ভ্রমরের গুনজন
নদীর কুলকুল ধনি, শুশুকের নি:শ্বাস নিতে ভেসে উঠা-
নিষ্পলক তাকিয়ে থাকি অস্তগামী সূর্যের দিকে।
গোধূলী পেরিয়ে যায় অজান্তে-
গাছের ফাঁক দিয়ে উঁকি মারে জ্যোৎস্না।
রজণীগন্ধার মোহনীয় ঘ্রাণ আনমনা করে তোলে
আমার বিকৃত ছায়া চিনতে পারিনা,
হঠাৎ পেছনে ঘাড়ে নরম তুলতুলে হাত -
বুঝলাম সে আর কেউ নয়, প্রিয়তম নিশ্চয়ই।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।