সৃষ্টিসুখ
- মৌমিতা পাল ২৯-০৩-২০২৪

কবিতা কি লেখা যায়?
কবিতা তো নিজের অজান্তেই কখন হৃদয়
থেকে
বেরিয়ে এসে সাদা খাতাটায় আঁকিবুকি
কেটে যায়।
আমি কখনো কবিতা লিখি না,
কবিতা আমাকে গ্রাস করে।
হৃদয়ের সুতীব্র অনুভূতি গুলো বাইরে
প্রকাশ হবার জন্য ছটফট করে,
গর্ভবতী মায়ের মতো আমি দারুন যন্ত্রনায়
মাটিতে লুটিয়ে পড়ি।
ছুটে যায় প্রকৃতির কাছে,
মানুষের কাছে,
সারা পৃথিবীর কাছে,
সূর্য চন্দ্র নক্ষত্রলোক মহাবিশ্বের
কাছে।
ক্ষুদ্র থেকে ক্ষুদ্র তর,
তুচ্ছ থেকে তুচ্ছতম জীবটির কাছে।
অসহ্য যন্ত্রনায় চোখ বুজি, জ্ঞান
হারায়।
অসাড় অচেতন শরীর মন,
অথচ মর্মে বিপুল আলোর চেতনা,
নতুন সৃষ্টির আলোকবর্তিকা।
তারপর সাদা খাতাখানা পূর্ন হয়,
কিছু কাটাকুটি করা শব্দ আর লাইন।
সদ্য সন্তান প্রসব করা মায়ের মতো
আমি স্বর্গীয় সুখ পাই।
কি ভীষন তৃপ্ত হই!
শরীর জুড়ে, মন জুড়ে
সে কি দারুন প্রশান্তি!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

Poet
১৪-০১-২০১৭ ১১:৩৪ মিঃ

বেশ সুন্দর

Faiyaj
১৩-০১-২০১৭ ১৯:১৩ মিঃ

দারুণ লাগল!