আমাকে দিয়ে হবে না
- মুহাম্মদ হেলাল উদ্দিন - "বিশ্বময় বাংলাভাষা" ২৫-০৪-২০২৪

আমাকে দিয়ে এটা হবে না,

ঐটা হবে না,আরো কত কী

আমি পারি না, আমি খারাপ -

প্রতিনিয়ত এ চিন্তাধারীদের রোজ বকি।


সাফল্যের তরে নেতিবাচক চিন্তা

ঝেড়ে ফেল ধরণীর বুকে সকল অবিন্তা

তব কণ্ঠে রব তোল আজ

"দূর হও সকল বৃথা চিন্তা আমার,

এ চিত্তকে উত্যক্ত করো না আর,

দিবা-নিশি পুসলিয়ে মন

বারংবার কেন চাও স্বপ্ন করিতে ছাড়খার। "

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।