মরণ-মেলা
- সোহেল আহমদ ১৭-০৪-২০২৪

মনের খুশিতে হাসছি মাগো, ভাসছি সুখের স্রোতে; ভুলতে বসেছি তোমার কৃপা, নইতো অটল ব্রতে! মুখের বুলিতে বিদেশী শব্দ, চালনে-চলনে ভ্রম; দলতে চলেছি পায়ের তলে তোমার কঠিন শ্রম! ক্ষোভের দহনে পুড়ছি মাগো, খুঁড়ছি আপন গোর; যশের তৃষায় মরছি দেখো- অসম নেশার ঘোর! শবের উপরে ভাঙছি কত বিকট হাঁকের হাঁড়ি, সাধের ঘরের কপাট এঁটে সাজাই পরের বাড়ী! ধানের চারায় কীটের ক্ষত, ইটের ভাটায় ধোঁয়া; ক্ষেতের মাঠের বেহাল গতি, কৃষক খেলে জুয়া! নোলক পরার আদল ভুলে উধাও বধু'র বেশ, নাদুসনুদুস চেহারা তার- উড়ায় রেশমী কেশ! পাপের বহরে ভরা জলদি- উঠব গো কোন নায়ে, মরণভীতিতে জীবিত আছি- জীবন রক্ষার দায়ে! ২/২/২০১৭ ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।