ভোরের পাখি গায় গান
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা ১৯-০৪-২০২৪

গাঁয়ের রাঙা মাটির পথে, সবুজ গাছের সারি,
ছায়াঘেরা গাঁয়ে আছে ছোট ছোট মাটির বাড়ি।
বাঁশ ঝাড়ের বেড়ার ঝোঁপে মুরগী বেড়ায় চরে,
কুকুরগুলো থাকে শুয়ে রোজ রাঙা পথের পরে।

গাঁয়ের শেষে অজয় নদী বয়ে চলে আনমনে,
পথের বাঁকে পাখিরা ডাকে কাঁটাকুলের বনে।
ধানের খেতে চাষীরা সব সারাদিন ধান কাটে,
বেলা শেষে ঘরে ফিরে আসে সূর্য বসে পাটে।

পাখিরা সব ফিরে আসে নীড়ে নির্জন সন্ধ্যায়,
ছোট ছোট তারারা হাসে নীল আকাশের গায়।
নদীর জল চাঁদের কিরণে ঝিকিমিকি শুধু করে,
নির্জন ঘাটে রাতি কথা বলে অজয়ের বালুচরে।

অজয় নদী আপন খেয়ালে বয়ে চলে অবিরাম,
রাত কেটে ভোর হয় ভোরের পাখি গায় গান।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।