উপৃর করা প্রান
- দেবজ্যোতিকাজল ২৫-০৪-২০২৪

সেই ছোটবেলা বাগানে ফড়িং-এর সাথে পরিচয় । চোরে মত চুপি চুপি আঙুলে রঙিন অধ্যায় মৌটুসি পাড়ার মেয়ে , মেয়েরা যেমনটি হয় মাটির মধ্যে দাঁড়িয়ে ভেজা টাইট শরীর এক একটা যন্ত্রণা গুলতি ছুঁড়া পাখি রক্তাক্ত যন্ত্রণা , পাতা , মাটি ,বট দেহ মূল মাটির নীচে ঝড় বৃষ্টিতে দাঁড়িয়ে ভিজে একশা সেই ছোটো বেলা বাগানে পাখির সাথে পরিচয় সেই পাখি বলেছিল , “কেও নও তুমি ” ভেজানো দরজা জং ধরা চাবি প্রবেশ পথে লক্ষণ রেখা ,উপুর করা প্রাণ গড়িয়ে চুঁইয়ে নদী , শহর গ্রাম যাযাবর পাখি আমিও বলেছিলাম, তুমিও আমার কেও নও চোখ গলে সমুদ্রের জল নোনায় মিষ্টি স্বাদ ফড়িং , পাখি জেগে ঘুমায় বুড়ো ভামে বাগানটা ,বাগানি আছে , শক্ত দুপুরে তিক্ততা.রোদ জামার ভাজে ভাজে তুমি প্রবাহিত উষ্ণ রঙের ত্বক আর- সুগন্ধি মস্তিষ্কো বন্দি চামড়ার মানিব্যাগে । চেনটা অনেক আগেই হয়েগেছে বিকালঙ্গ পাখি আর ফড়িংটা জাদুর রুমল থেকে বিড়াল

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।