আমরা কি করতে পারি?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন ২৫-০৪-২০২৪

আমরা কি করতে পারি?
- মোঃআব্দুল্লাহ্ আল মামুন


আমরা কিভাবে দুজন দুজনকে ভালবাসতে পারি?
এবং প্রতিদিনের ঝগড়া,
ভুলে থাকতে পারি এই তিক্ততা ।


কেন আমাকেই প্রতিদিন ভুল থাকতে হবে?!
আমিই কি ভুল?!


তোমাকেই কেন সঠিক হতে হবে?!
এই পীরন থেকে কেন শান্ত হইনা মোরা?
কেন ভুলে যাইনা এই অধ্যায়?


তুমি আমাকে জরিয়ে রাখো।
তোমার বাহু বন্ধনে,
এরকম কেন বার বার চায় মন?
এর উত্তর কি হতে পারে?


আমরা কিভাবে প্রেমে পড়তে পাড়ি?
একে অপরের ভালবাসায় কি করে আবদ্ধ?!
যখন আমাদের কোন মিল নেই!
মনের মিল নেই, প্রাণের মিল নেই।
আমাদের চিন্তা চেতনা সব আলাদা ।


মোরা এত গভীর প্রেমে কিভাবে পড়তে পারি?
যখন একে অপরকে চিনতে এত ভুল করেছি?!
কেন এই জীবনকে সহজ ভাবে নেই না মোরা?
কেন এত ভোগান্তি সবসময়?



কেন তোমাকে ভুলে থাকা এত কঠিন?
তোমার প্রেমে কাতর কেন আমি ?
কেন তোমাকেই চায় এ মন?


কি করে ফিরে পাবো তোমায়?
সে কথা জানা নাই।
ভেঙ্গে যাওয়া সম্পর্ক কি করে
একত্র হবে আবার ,
আবার ফিরে পাবে নতুন প্রাণ,
সেটাও জানা নাই।



আমি ইহা শুনতে পচন্দ করিনা ।
যখন লোকে বলে ,
ইহা স্পষ্ট ,পরিস্কার , তোমাদের মিল হচ্ছে না ।
আমরা কি করে একসাথে জীবন কাটাবো?
এই প্রশ্নগুলো আমাকে কষ্ট দেয়।


বার বার ভীত করে তোলে।
তাই তোমার নিকটে থাকার চেষ্টা করেছি ।
বার বার কাছে থাকার চেষ্টা করেছি।



এটা ভেবে অবাক হই।
কি করে পাগলের মত প্রেম,
আমাদের ঘিরে ধরেছিল?
যেখানে আমরা ব্যার্থ হয়েছি ,
একে অপরের চাওয়া পাওয়া বুঝতে।
নিজেরা নিজেদের বুঝতে।


আমি তোমাকে চাই ,নিজেকে জানার জন্য।
আমার নিজেকে অন্বেষণ করতে।
জানতে ,আমি কি চাই,

কি লুকিয়ে আছে আমার অন্তরে?
পড়ে দেখো আমার চোখে কি আছে,
আমাদের প্রেম কি মরে গেছে?


এটা কি খুব সহজ ছিল আমার জন্য?
তোমাকে বিদায় বলা ,
তুমি কেন আমাকে অনুভব করালে না?
কেন বললে না একবার ?
তুমি আমাকে চাও।


আমি কেন বলতে পারিনি ?
কে ধরে রেখেছিল,?


আমরা চেষ্টা করতে পারতাম।



তুমি নিজেকে বিক্রি করে দিলে?
সস্তা সব পণ্যের মত ?
তোমার ভালবাসা ,তোমার সব অনুভূতি,
মিথ্যা ছিল না এটাই বিশ্বাস।



তুমি দেখতে চাইলে না?
আমার ভালবাসা কি চায়।


নাকি চোখের জল চোখেই রাখলে?
আমাকে দেখতে দিলে না।


কোন শান্তনা চাইলে না ।
শান্তনা দিলে কি কিছু হত?
তোমার চোখের জল ঘুমাতে পারে কি ?
চোখ তো ঔষদ খেলেও ঘুমিয়ে যায়।
অনুভূতিগুলো জেগে থাকে সারারাত।

ভালবাসাটা কি শেষ করে দিলে?
সমাপ্ত হয়েছে কি না বলে তো গেলেনা,


জানি তুমি ভালবাসো আমাকেই।
আমিও চাই বার বার ।
তবে এ পৃথিবী সে চাওয়ার মূল্য জানেনা।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

riyad567
০৭-০৪-২০১৭ ০৯:৪৭ মিঃ

আপনি সুন্দর একটা বিষয়ে কবিতা লিখেছেন ।।।শিশু শিক্ষা নিয়ে

almamun1996
২১-০৩-২০১৭ ২৩:৪২ মিঃ

অনেক কিছু