শুভ জন্মদিন সাকিব আল হাসান
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন ২০-০৪-২০২৪

শুভ জন্মদিন সাকিব আল হাসান

আব্দুল্লাহ আল মামুন

শুভ জন্মদিন সাহসী সাকিব
শুভ জন্মদিন আজকের বীর।
শুভ জন্মদিন একুশ শতকের মুক্তিযোদ্ধা
শুভ জন্মদিন অলরাউন্ডার

শুভ জন্মদিন আমাদের অহংকার।
শুভ জন্মদিন বংলাদেশি বাঘ



তুমি জন্মেছিলে।
আমরা মাথা উচু করেছি এই বিশ্বে।
নতুন পরিচয় পেলো এই দেশ।
এই বিশ্বে, এই ক্রিকেট বিশ্বে


আজ তোমার জন্মদিন ।
তুমি আজকের এই দিনে নতুন আলো হয়ে।
এই পৃথিবীতে এসেছো।
বাংলাদেশের উজ্জল নক্ষত্র হয়ে।


এখন কেউ বলতে পারে না ।
আমরা খেলা বুঝি না।

তুমি এনে দিলে নতুন পরিচয়।
তুমি একুশ শতকের নতুন যোদ্ধা।
নতুন রূপে ,
নতুন গানে।
বেচে থাকো বাংলার বাঘ।
হাজার বছর বেচে থাকো



তুমি হলে নতুন একটা ঝড়।
একটা শান্ত তুফান।
একটা আগ্নেয়গীরি।


একটা জলোচ্ছাস।
ছুটে আসা সমূদ্রের ঢেও।


নিন্দুকেরা কত কিছুই বলে।
তাদের সব কথা যাক বিফলে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 7টি মন্তব্য এসেছে।

almamun1996
২৬-০৩-২০১৭ ১২:৫৫ মিঃ

একজন সত্যিকারের অলরাউন্ডার।

almamun1996
২৬-০৩-২০১৭ ০৮:৫৬ মিঃ

বাংলাদেশ: ৫০ ওভারে ৩২৪/৫
শ্রীলঙ্কা: ৪৫.১ ওভারে ২৩৪
ফল: বাংলাদেশ ৯০ রানে জয়ী

almamun1996
২৬-০৩-২০১৭ ০৮:৫৫ মিঃ

অধিনায়ক উপুল থারাঙ্গাকে গতির তোড়ে তুলে নেন তাসকিন। ১১ ওভারেই ৩ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তখন ৩১। ওভারপিছু ৬.৫০ রান তোলার প্রয়োজনীয়তা নিয়ে এই সময়ে ৩ রান করেই তুলতে পারেনি শ্রীলঙ্কা। ১৫ ওভার শেষে তারা ৩ উইকেটে ৪৩। অথচ ১৫ ওভারে ১ উইকেটে বাংলাদেশের রান ছিল ৮৯। থারাঙ্গার দল ম্যাচের এক-তৃতীয়াংশ না যেতেই যেভাবে পিছিয়ে পড়ে, সেখান থেকে ঘুরে দাঁড়ানোটা ছিল কঠিন। দিনেশ চান্ডিমাল ও আসেলা গুনারত্নে চতুর্থ উইকেটে ৫৬ রানের জুটি গড়ে একটু আশা জাগিয়েছিলেন, আসলে যা দূরতর আশা। চান্ডিমালকে চাতুর্যের সঙ্গে ফিরিয়েছেন ওই মিরাজ, তবে বিদায়ের আগে সর্বোচ্চ ৫৯ রান করে গেছেন তিনি। ৩৫ বলে শ্রীলঙ্কার দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ রান করেছেন আটে নামা থিসারা পেরেরা। মাঝে মাঝেই কমে আসা আলোর মধ্যে হয়তো নিবু নিবু আশার মতো ব্যাট করেছেন এই বাঁহাতি, তবে শেষ পর্যন্ত চাপমুক্ত হয়ে একটু বিনোদনদায়ী ছাড়া আর কিছু হতে পারেননি। আরেকটা কাজও তিনি করেছেন, ম্যাচটিকে বিলম্বিত করে বাংলাদেশকে ১০০ রানের ব্যবধানে জিততে দেননি।
টস করার মুদ্রাটা হাতে নিয়ে ফেলে দিয়েছিলেন উপুল থারাঙ্গা। এর মধ্যে ক্রিকেটীয় কোনো কারণ নেই। নিতান্তই ঘটনাচক্র। কিন্তু এর মধ্যে আপনি একটা ক্রিকেটীয় সংস্কার খুঁজে পেতে পারেন। তবে শ্রীলঙ্কান অধিনায়ক টস জেতার পর থেকে বেশিটা জুড়েই ম্যাচ তাঁর দিকে তাকিয়ে বাঁকা হাসল।
ম্যাচ অবশ্য তাদের দিকেই মধুর দৃষ্টিতে তাকায়, যারা তাকে অন্তর দিয়ে পেতে চায়। সেই চেষ্টাটা শুরু থেকেই ছিল মাশরাফির দলের মধ্যে।

almamun1996
২৬-০৩-২০১৭ ০৮:৫৪ মিঃ

২০০১ সালে যাত্রা শুরু করে রণগিরি ডাম্বুলা স্টেডিয়াম তার আগের ৪৮ ম্যাচের জীবনে কখনো তিন শ পেরোনো জয় দেখেনি। তামিমের অষ্টম ওয়ানডে সেঞ্চুরি, সাকিবের ৭১ বলে ৭২ আর সাব্বিরের ৫৬ বলে ৫৪ রান বাংলাদেশকে তুলে দিয়েছিল ৩২৪ রানের পাহাড়চূড়ায়। এই মাঠের দ্বিতীয় সর্বোচ্চ আর বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ দলীয় রানের দিকে ছুটতে গিয়ে শ্রীলঙ্কা থেমে গেল ২৩৪ রানে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ পেল পঞ্চম ওয়ানডে জয়, সব মিলিয়ে যা ১০২তম আর ২০১৭ সালে প্রথম। এ বছর অবশ্য বাংলাদেশের এটাই প্রথম ওয়ানডে। স্বাধীনতা দিবসের আগের রাতে বলে জয়টিকে মনে হচ্ছে আরও মধুর। শ্রীলঙ্কান সাংবাদিকেরা জয়ের পর ‘জয় বাংলা’ ধ্বনি তুলে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে গেলেন বাংলাদেশের বিশাল সাংবাদিক বহরকে।

almamun1996
২৪-০৩-২০১৭ ২৩:৩৪ মিঃ

অন্য সব দেশ তাদের খেলোয়ারদের মাথায়
তোলে রাখে।আর আমরা একটু খারাপ
করতেই নিন্দা করা শুরু করি .,
এটা উচিত নয়।।।

almamun1996
২৪-০৩-২০১৭ ২৩:৩২ মিঃ

একজন অলরাউন্ডার হওয়া কম কিন নয়।
নিন্দুকেরা যাই বলুক।। আমরা বিশ্বাস করি
সাকিব দেশের সম্মান।।সে পারবে।।
সে পারে।।।

almamun1996
২৪-০৩-২০১৭ ১০:৩৫ মিঃ

শুভ জন্মদিন সাকিব আল হাসান