একটু ভাবনা
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন ২৪-০৪-২০২৪

তোমার কবিতা বেচে থাকুক কবি,
আমার রক্তে, ঘামে,আস্থিতে, চর্মে।
তোমার কবিতারা বেচে থাকুক ।
আমার ভাবনার আকাশে।
আমার প্রতিটা নিঃশ্বাসে ।
হৃদস্পন্ধনে বেচে থাকুক তারা।


তোমার কবিতা থাকুক জাগরনে।
প্রতিটা ভালবাসা মাখা মনে ।
মানুষের হৃদয়ের গহীনে।
নবজাতকের মধু মাখা আগমনে।



তোমার কবিতা গান হয়ে থাকুক প্রতিটা ঠোটে।
শিল্প হয়ে থাকুক কাগজে ,মাঠে ,ঘাটে ,কাঠে।
মানুষের ভাবনাতে আপন হয়ে ।
সুখে ,দুঃখে ,আনন্দ উল্লাসে ,ভয়ে
সকল অনুভূতিতে থাকুক স্পর্শ হয়ে।



তোমার কবিতা থাকুক সবার ভালবাসাতে।
সবার চাওয়াতে ,পাওয়াতে।
মধু মাখা সুখের স্বপ্নতে।



তুমি থাকো না থাকো।
তোমার কবিতা থাকুক সবার প্রাণে।
কবিতারা থাকুক জীবনের আহবানে

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

almamun1996
২৯-০৩-২০১৭ ২১:৫৩ মিঃ

তোমার কবিতা বেচে থাকুক কবি,
আমার রক্তে, ঘামে,আস্থিতে, চর্মে।
তোমার কবিতারা বেচে থাকুক ।
আমার ভাবনার আকাশে।
আমার প্রতিটা নিঃশ্বাসে ।
হৃদস্পন্ধনে বেচে থাকুক তারা।