গাছের ছায়ায় মাটির ঘর
- লক্ষ্মণ ভাণ্ডারী - E ২৪-০৪-২০২৪

গাছের ছায়ায় মাটির ঘর,
গাঁয়ের মানুষ নয়কো পর।
সবাই আমার আপন জন,
গাঁয়ের পথে বাঁশের বন।

গ্রাম ছাড়িয়ে নদীর ঘাট,
দুই পারেতে সবুজ মাঠ।
মাঠের আলে ফিঙে নাচে,
ময়না নাচে ছাতিম গাছে।

এই গাঁ আমার জন্মভূমি,
দিঘির পাশেই জলা জমি।
দিঘির পাড়ে তালের গাছ
গাঁয়ের জেলেরা ধরে মাছ।

শান বাঁধানো দিঘির ঘাটে,
ছেলেরা সব সাঁতার কাটে।
তাল দিঘিতে কালো জল,
জলে ফোটে লাল কমল।

ফুল ফুটেছে বনে বনে
ধায় অলি মধু আহরণে।
গাঁয়ের চাষী করে চাষ,
সুখে থাকে বারো মাস।

গাঁয়ের মাটি স্বর্গ আমার,
সবুজ গাছ পথের দুধার।
গাছে গাছে গাহে পাখি,
কান পেতে শুনতে থাকি।

এ গাঁয়ের মাটি পূণ্যভূমি,
এই গাঁ আমার জন্মভূমি।
মাটিতে ফলে সোনার ধান,
ভরে ওঠে মোদের প্রাণ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।