নয় তবুও
- সুদীপ তন্তুবায় (নীল) ১৮-০৪-২০২৪

চৈত্রের ভোররাতে টুপটাপ ঝরে শিশিরের জল
জ্ঞানপাপী নগ্ন শিমুলের গাছে কোকিল ডাকে
হৈমন্তী বিছানার গন্ধ মাখে ,
হেমন্ত নয়, তবু মাখতে মাখতে......
চাঁদ ডুবে গেলে -
সবিতার ভেতর সবিতারা জ্বলে !
আঁচল নয় , তবু আঁচল টানে
ক্লীব কোকিলের মুখ !

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।