তারার মেলা
- ফয়েজ উল্লাহ রবি ১৯-০৪-২০২৪

তোমার আকাশে আজ জ্যোৎস্না রাতে তারার মেলা
আমার আকাশ অমাবস্যার আঁধারে ঢাকা।
তোমার আকাশে জ্বলবে আলো,
রঙ্গীন স্বপ্ন রাশি রাশি, আলোয় সাজবে পৃথিবী।
আমি আঁধারে ডুবে গেছি তোমার আলোর আড়ালে
পথ হারিয়ে; ভুলেছি পৃথিবী আমার।
“কোন দিন ফেরাতে আলোয়, হবে কি সকাল তোমার” ?

রচনাকালঃ-
০৪ জুন ২০০০ ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।