স্মৃতির বালুচরে
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা ২০-০৪-২০২৪

স্মৃতির বালুচরে ফোটে বেদনার ফুল,
ঝরে গেছে সব আজি আশার মুকুল।
নয়নের জলে হেথায় নামিল বাদল,
নিশ্বাসে ঝড় বহে আজি ঝঞ্ঝা প্রবল।

জীবননদীর তটে আসে কুলভাঙা ঢেউ,
নয়নে জল ঝরে আঁখিজলে ভাসে কেউ।
পতিহারা সতী কাঁদে নিজপুত্র বিয়োগে,
কেহ কাঁদে ক্ষুধায়, কেহবা ভোগে রোগে।

গোলাপ ঝরে যায়, দেয় আন্তরিক প্রীতি,
মানুষ মরণের পরেও রেখে যায় স্মৃতি।
জীবনের এ ধ্রুব সত্য জন্মিলে মরিতে হয়।
জন্মিলে মরিতে হবে তবে কেন মৃত্যুভয় ?

এজীবন নিশার স্বপন মনে রেখো সর্বজন,
কবিতায় লিখে যায় কবি ভাণ্ডারী লক্ষ্মণ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।