অস্তিত্ব
- ফয়েজ উল্লাহ রবি ২০-০৪-২০২৪

ক্রিস্টোফার কলম্বাস, ভাস্কো দা গামাকে রেখেছ মনে,
মোহাম্মদ আল ইদ্রিসিকে গেলে ভুলে।
আজ ভাসানী ভুলের খাতায়
শেখ মুজিব জিয়াকে নিয়ে আছ মেতে।
গ্রামকে ঘেন্না করে, শহর সাজাই আলোক বাতির ঝাড়ে।
অতীত ভুলে গিয়ে বর্তমান আগামীর স্বপ্নে বিভোর
সত্যকে ছেড়ে মিথ্যের জোরে আত্ম অংহকারে
মানুষ ভুলে যাচ্ছে আপনারে।
ইতিহাস মিথ্যে করে সভ্যতার সিঁড়ি বেয়ে
উপরে আর কতো উপরে উঠবে বল! থামবে কি প্রান্ত শেষে।
পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে সুখের জীবন কামনা করো,
একবারও কী তোমার সেই শিক্ষকের খবর নিয়েছে
যে তোমায় শিখিয়েছে অ আ ই ঈ ক খ গ ঘ
ভুলে গেছ তুমি, “আজকের তুমি শুধু তাঁরই কারণ”।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।