স্বরবর্ণনা
- সোহেল আহমদ ২০-০৪-২০২৪

অবেলায় পাড়ি দিলে পৌছাবেনা লক্ষ্যে,
আদি থেকে শুরু কর- গুরু তোমার পক্ষে।

ইতি যদি টানো পথে- সীমানার এপারে,
ঈক্ষণ হবেনা ভাই ফলাফলের ব্যাপারে!

উসখুসে বাধা পায় পথচলার গতিতে,
ঊহ্য যাহা- জানা হয়না অহেতুক যতিতে!

ঋদ্ধতা খুঁজে নাও- ঋণের বোঝা কমিয়ে,
এক হাতে ব্যয় করো প্রথমে ধন জমিয়ে।

ঐশিক জ্ঞান অর্জনে হও তুমি অকৃপণ,
ওষ্ঠাগত হলেও তুমি করে নাও আহরণ;
ঔষধি হবে জ্ঞান- কাজে লাগবে আমরণ!

৭/৫/২০১৭ ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।