বড়পীর
- সাইয়িদ রফিকুল হক - অগ্রন্থিত ২০-০৪-২০২৪

বড়পীর
সাইয়িদ রফিকুল হক

বড়পীর যে বড় ছিলেন
সবখানে তাঁর বড়ত্ব,
বিশ্বজুড়ে তাঁর নামে যে
দেখি কত মহত্ত্ব।
আল্লাহ-নবীর প্রিয় তিনি
তাঁর যে কত কারামত,
আল্লাহ-নবীর আদেশনামা
করেননি যে খেয়ানত।
আমলগুণে তিনি হলেন
সবার চেয়ে বড়পীর,
বিশ্বমুসলিম তাঁর নামে যে
উঁচু করে শির।
এমন ওলী আর হবে না
এই না মাটির ভবে,
খাঁটি মনে ভক্তি কর
আজকে থেকে সবে।



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৯/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।