আমাদের গাঁয়ের পাশে
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা ২০-০৪-২০২৪

আমাদের এ গাঁয়ের পাশে
ছোট এক নদী বয়,
জ্যৈষ্ঠ মাসে অজয় নদে
এক হাঁটু জল হয়।

আমাদের গাঁয়ে সারি সারি
ছোট ছোট মাটির ঘর,
এই গাঁয়ে সতত সুখ-শান্তি
বিরাজ করে নিরন্তর।

আমাদের গাঁয়ে মাঝখানে
জল ভরা ছোট দিঘি,
প্রভাতে রবির কিরণে তার
জল করে ঝিকিমিকি।

আমাদের গাঁয়ে রাঙা পথের
দুধারেতে সবুজ গাছ,
তরুর শাখায় পাখিরা গাহে
শালিকেরা করে নাচ।

গাঁয়ের বধূ জল নিয়ে যায়
মাটির কলসি কাঁখে,
সারি সারি বক উড়ে চলে
অজয় নদীর বাঁকে।

আমাদের গাঁয়ে আঁধার নামে
জোনাকিরা জ্বলে পথে,
চাঁদের আলো ছড়ায় কিরণ
রাতের আকাশ হতে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।