ভীষণ গরম
- সাইয়িদ রফিকুল হক - অগ্রন্থিত ১৯-০৪-২০২৪

ভীষণ গরম
সাইয়িদ রফিকুল হক

গরম-গরম ভীষণ গরম
যাবো কোথায় চলে?
গরম হাওয়া দেখি এখন
বাংলাদেশের জলে!
সবখানে যে গরম লাগে
গরম এখন যম,
বাংলাদেশের কোথাও নাইরে
গরম একটু কম।
শীতের ছোঁওয়া পাইনি এবার
দেখছি গরমখনি,
কোথাও খুঁজে শীতল হাওয়া
পাই না চোখের মণি।
গরিব-দেশে গরম এলো
দোজখ থেকে উঠে,
মরছে মানুষ ভুগে-ভুগে
কৃষাণ-মজুর-মুটে।
পশু-পাখি গরম দেখে
খুঁজছে বাঁচার পথ,
কার পাপে যে মরছে মানুষ
ভীষণরকম সৎ।
এই গরমে দেশটা আমার
হইছে দোজখখানা,
মহাপ্রভু গরম বইতে
এবার কর মানা।




সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২২/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।