সন্ধ্যায়
- সুদীপ্ত সরকার ১৯-০৪-২০২৪

সন্ধ্যা হলেই তুলসী-মঞ্চে জ্বলে সাঁঝ-বাতি ৷
ঠাকুর-ঘরে জ্বলে প্রদীপ নেইকো বিরতি ৷
ধূপ-ধুনা-কাঠির গন্ধ বাতাস নিয়ে বয় ৷
কাঁসর-ঘণ্টা-শঙ্খ শুনে সন্ধ্যা মনে হয় ৷

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।