ভাস্কর্য নাকি মূর্তি
- ফয়েজ উল্লাহ রবি ২৫-০৪-২০২৪

মধ্য রাতে সুপ্রিম কোর্ট হতে সরে যায় ভাস্কর্য
কেউ খুব খুশি, কেউ অখুশি, আমি হই আশ্চর্য।
এই সংস্কৃতি! কেউ বলে ভাস্কর্য, বলে কেউ মূর্তি
কি বলবো; আমি পাইনা খোঁজে কোন যুক্তি।
কেউ বিজয় মিছিলে, কেউ করে মিষ্টি বিতরণ,
কেউ রাগে ক্ষোভে অভিমানে খুলে কথার আভরণ।

“যদি সরাবেই তবে কেন গড়তে দিলে,
যদি সরাবে আবার কেন রাতের আঁধারে” ?
সরালে তবে কেন আবার এনেক্স ভবনে,
তোমাদের কি আর কোন কাজ নে ?”

দাম্মাম, শুক্রবার
১২ জ্যৈষ্ঠ ১৪২৪, ২৬ মে ২০১৭

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।