মূর্খগুলো দেখতে ভালো
- সাইয়িদ রফিকুল হক - অগ্রন্থিত ২৬-০৪-২০২৪

মূর্খগুলো দেখতে ভালো
সাইয়িদ রফিকুল হক

মূর্খগুলো দেখতে ভালো
কিন্তু ভীষণ সাংঘাতিক!
অনেক মূর্খ এখন দেখি
জার্সি গায়ে সাংবাদিক।
পড়ালেখার চিহ্ন যে নাই
তবুও নাকি বিদ্বান!
জ্ঞানের বড়াই দেখে শেষে
সুধী হলেন অজ্ঞান।
মূর্খগুলো দেখতে ভালো
বাইরে পলাশফুল,
আসলে যে ভিতরটাতে
ওদের শুধু ভুল।
মূর্খগুলো করছে এখন
জ্ঞানী হওয়ার ভান,
কিন্তু ওদের জ্ঞানের প্রতি
নাই যে কোনো টান।
জ্ঞান ছেড়েছে বাজে নেশায়
আরও পাপের আশায়,
মূর্খগুলো দ্বীন-দুনিয়া
দিচ্ছে মদে ভাসায়।



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
৩০/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।