জীবনতরী
- সৌম্যকান্তি চক্রবর্তী ২৪-০৪-২০২৪

জীবনতরী বেয়ে যাই ,
প্রবহমানতার নিয়ম মেনে ,
দৃশ্যমান কত বিচিত্র স্ফুরণ !
পঙ্কিলতার আবর্তে নিমগ্ন হয় ,
আমার হাতের বৈঠা ,
তবুও আবিষ্কারের আনন্দে
স্থানান্তরিত করি আমার খেয়া !
স্থাণুবৎ আটকে থাকা তো
মৃত্যুর অন্য নাম ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।