নীল নীলান্তির ডাইরী
- বিচিত্র বিশ্বাস নীল - °নীলান্তি° ১৬-০৪-২০২৪

::*:: নীলান্তির ডাইরী ::*::
বিয়ের প্রতি কোন কালেই আমার
আগ্রহ ছিলোনা ৷ বিয়ে মানে নিজের
স্বাধীন জীবন অন্যের অধীনে চলে যাওয়া ৷
অর্থাৎ পরাধীন হয়ে পরা ৷
কিন্তু
তারপরও মা বাবার জোরাজোরিতে
বিয়েটা করতেই হলো ৷ তবে বাসর রাতেই
স্বামীকে জানিয়ে দিয়েছি যে
বিয়েতে আমার মত ছিলোনা ৷
বাধ্য হয়ে বিয়েটা করতে হয়েছে।
সুতরাং,
অামার সামনে যেন স্বামীর অধিকার
ফলাতে না আসে ৷
কিন্তু আমাকে অবাক করে
দিয়ে সেও বললো এই বিয়ের প্রতি তারও
নাকি কোন আগ্রহ নেই ৷ বলেই বালিশ
নিয়ে গিয়ে সোফায় শুয়ে পরলো ৷
.
::*:: নীলের ডায়রি ::*::

সবে মাত্র চাকরীতে জয়েন করেছি৷
এর মধ্যেই বাবা মা বিয়ের জন্য
উঠেপরে লেগেছে ৷
অনেকটা জোর করেই
মেয়েটির সঙ্গে বিয়েটা করালো৷ বাসর
ঘরে যেইনা বলতে যাবো যে আমি
তোমাকে স্ত্রীর মর্যাদা দিতে
পারবো না।অমনি সে বলে উঠলো বিয়েতে
নাকি তার মত ছিলো না ৷
আমিও বালিশটা
নিয়ে সোফায় এসে শুয়ে পরলাম ৷
.
::*:: নীলান্তির ডাইরী ::*::

আজ প্রচন্ড বৃষ্টি হয়েছিল ৷
বৃষ্টি হলেই না ভিজলে আমার ভালোলাগে না ৷
তাই আজও ভিজছিলাম ৷
তখনি সে এসে বললো
বৃষ্টিতে যেন না ভিজি ৷
কারন জ্বর
হলে কে দেখবে?
এই জন্যই বিয়ে করতে চাইনি৷
.
::*:: নীলের ডাইরী ::*::
বিকেলে বৃষ্টি হচ্ছিল ৷
বাসায় এসে
দেখি সে (বউ) ঘরে নেই ৷
ছাদে গিয়ে
দেখি বৃষ্টিতে ভিজতেছে ৷ অপরূপ
লাগছিল তাকে দেখতে ৷এত বড়
একটা মেয়ে বাচ্চাদের মতো কি সুন্দর
করে বৃষ্টিতে ভিজতেছে ৷
আমি অপলক তাকিয়ে রইলাম ৷
একটুপরে আমার দিকে
চোঁখ পড়তেই তাকে বৃষ্টিতে
ভিজতে বারন করে নিচে চলে এলাম ৷
.
::*:: নীলান্তির ডাইরী ::*::
আজকে আমার প্রচন্ড জ্বর এসেছে ৷
একটু
আগে সে (স্বামী) এসে ঝারি
দিয়ে গেলো আমাকে ৷ তারপর নিজের
হাতে খাবার আর ঔষধ খাইয়ে দিয়ে চলে
গেলো ৷
রাতেও খুব জ্বর ছিলো ৷
শীতে খুব কাপছিলাম ৷ তখনি সে এসে
আমার গায়ে চাদর দিয়ে গেলো ৷
ভালোই সেবা যত্ন করেছে আমার ৷
.
::*:: নীলের ডাইরী ::*::
বৃষ্টিতে ভিজে জ্বর বাধিয়েছে
সে ৷
কি আর করার ৷ সেবা যত্ম করতে হলো
আমাকে ৷ রাতে মনে হয় ঠান্ডা একটু
বেশীই লেগেছিলো তার ৷
গুটিসুটি মেরে ঘুমিয়ে ছিলো ৷
দেখে খুব মায়া
লাগছিলো আমার ৷ তাই চাদর টা
গায়ে দিয়ে দিলাম ৷
.
::*:: নীলান্তির ডাইরী ::*::
আজকে অনেকটা সুস্থ্য আমি ৷ সম্পূর্ন
ক্রেডিট তার (স্বামী) ৷ তাই
ভাবলাম তার জন্য নিজের হাতে কিছু রান্না করি ৷
মায়ের কাছ থেকে তার পছন্দের
কিছু খাবারের নাম জেনে সেগুলো
রান্না করলাম ৷
রান্না কেমন হলো বুঝলাম না ৷
কারন খাওয়ার পর তার কোন
প্রতিক্রিয়া দেখলাম না ৷
.
::*:: নীলের ডাইরী ::*::
সারাদিন কোন কাজে মন বসেনি আমার ৷
গতরাতের ঠান্ডায়
গুটিশুটি করে ঘুমিয়ে
থাকা মুখটির কথা বার বার মনে পরছে ৷
আজকে আমার জন্য আমার পছন্দের
খাবার গুলো নিজ হাতে রান্না
করেছিলো ৷
খারাপ হয়নি ৷ আবার অতটা ভালোও হয়নি ৷
.
::*:: নীলান্তির ডাইরী ::*::
আজকে আমার জন্য সে (স্বামী) এক
জোড়া পায়েল নিয়ে এসেছে
গাধাটা ৷
পায়েল গুলো এনে আমার হাতে দিলো ৷
একটু পায়ে পড়িয়ে দিলে কি হতো ৷
.
::*:: নীলের ডাইরী ::*::
আজকে তাকে পায়েল গিফ্ট করলাম৷
তার পা গুলো খালি খালি লাগছিলো৷
পায়েল গুলো পড়িয়ে দেয়ার ইচ্ছা
ছিলো ৷ কিন্তু পরে ভাবলাম কিনা
কি
আবার মনে করে ৷
.
::*:: নীলান্তির ডাইরী ::*::
আমি আজ খুব খুশি ৷ কারন সে
(স্বামী) আজ
আমাকে প্রপোজ করেছে ৷ জীবনে
অনেক ছেলেই প্রপোজ করেছে
আমাকে৷
সবাইকে ফিরিয়ে দিয়েছি ৷
ভাবছি এই প্রপোজটা গ্রহন করবো ৷
.
::*:: নীলের ডাইরী ::*::
আমি মনে হয় তার (স্ত্রী) প্রেমে
পরেছি৷ সারাদিন কোন কাজে মন বসাতে
পারিনা ৷ তার কথাই বারবার মনে পরে ৷
জীবনে কোনো মেয়েকে প্রপোজ
করি নাই ৷ তাই আজ একগুচ্ছ গোলাপ দিয়ে
তাকে প্রপোজটা করেই ফেললাম ৷
কিন্তু সে বললো ভেবেচিন্তে উত্তর দেবে ৷
.
কিছুদিন পর--
এখন অার `নীল` ও `নীলান্তি` দুইটি ডাইরীতে
নিজের
গল্প লিখে না ৷ এখন তারা একটি
ডাইরীতে নিজেদের গল্প লিখে ৷
.

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

Faiyaj
২০-০৬-২০১৭ ১১:১৫ মিঃ

কবিতার ওয়েব পোর্টালে গল্প,,,,,বাহ্!!!!!