আকাশের আঙিনায়
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা ২৫-০৪-২০২৪

আকাশের আঙিনায়
তারাদের ফুল ফোটে,
আম বাগানেতে রোজ
ধীরে ধীরে চাঁদ ওঠে।

জোছনার সাগরেতে
বসুন্ধরা ডুবে যায়,
দলেদলে মেঘে এসে
মুখ ঢাকে কুয়াশায়।

নিঝুম রাত্তিরে দেখি
চাঁদ শুধু জেগে রয়,
তারাদের কানে কানে
ফিসফিস কথা কয়।

জোছনা হারায়ে শেষে
চাঁদ মোছে নিজ আঁখি।
রাত কেটে ভোর হয়
গাছে গীত গায় পাখি,


তারাগুলি মিশে যায়
নীল আকাশের গায়,
সোনার কিরণে রবি
হাসে পূবে বসুধায়।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।