হালছাড়া জীবননৌকা
- সাইয়িদ রফিকুল হক - অগ্রন্থিত ২৫-০৪-২০২৪

হালছাড়া জীবননৌকা
সাইয়িদ রফিকুল হক

মাতাল-নদে সাঁতার কেটে
খুঁজে পাই না কূল,
ভুলসাগরে ডুবে-ডুবে
খাচ্ছি বিষের হুল!
প্রেমসাগরে সাঁতার কেটে
হইছি ভীষণ ফতুর,
প্রেমিকা তাই বললো হেলায়
হও গে আরও চতুর।
ভেবেছিলাম সান্ত্বনারই
শরবতে তাই
ভিজবে আমার গলা,
এখন দেখি দুঃখনদীর
আগুনঝরা
পথটা ধরেই চলা।
মাতাল-নদে সাঁতার কেটে
পাই না খুঁজে চাতাল,
শপথ নিলাম এই জীবনে
আর হবো না মাতাল।



সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা,
বাংলাদেশ।
২২/০৬/২০১৭

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।