প্রিয়াসা
- বিচিত্র বিশ্বাস নীল - বৃষ্টি ভেজা মেঘ ২০-০৪-২০২৪

প্রিয়াসা,
মনে পড়ে সেদিনের কথা?
নাকি
দিব্যি ভুলে গেছো?
বাঁধন হারা ছিলাম দুজন,
প্রেমে মাতাল ছিল দু’টি মন।
তোমার কি হল?
তুমি এত মনভূলো হলে কেনো?
.
প্রিয়াসা,
মনে করে দেখো সেদিন ছিল আমার জন্মদিন।
আচ্ছা কিভাবে তুমি ভুলে যাও
এমন মধুর দিনের মধুর ক্ষণ?
তুমি কি অভিমান করেছো নাকি
রাগ করেছো?
আমার সাথে কি আর বলবেনা
কভু কথা?
আমি তো তোমার রাগ ভাঙাতে
জানতাম।
তবে আজ কেন পারছিনা বলো?

.
প্রিয়াসা,
তোমার মনে পড়ে
ছোট সে বাহনে যেন হাওয়ায় উড়ে
চলছিলাম আমরা, অজানা দূরে
পথ থেকে পথের প্রান্তরে।
তোমার হাত ধরে চির সবুজ পথে
হাটছিলাম যখন ক্লান্তিহীন,
তুমি কি করে ভুলে যাও সেদিনের
উষ্ণ আলিঙ্গন।
তোমার চোঁখে মুখে ফুটেছিল অদ্ভুত
হাসি।
তবে কেন আজ এত উদাসী?

.
প্রিয়াসা,
আমার বন্ধুরা বলে তুমি নাকি পর
হয়ে গেছো!
তুমি নাকি অন্য কোন আকাশের
ধ্রুবতাঁরা এখন?
আমি বিশ্বাস করিনা,
আমি বিশ্বাস
করতে পারি না!
কি করেই বা বিশ্বাস করি বলো?
তুমি তো আমায় পাগলের মত
ভালবাসো।
তা কি মিত্যে হতে পারে কখনো?

.
প্রিয়াসা,
মনে পড়ে তোমার
বর্ষার জল করছিল খেলা
পাতায় পাতায় প্রজাপ্রতির মেলা
বোঝে উঠতে পারি নি কখন
ফুরোলো বেলা।
কি করে ভুলে যাও তুমি
কি করে তোমার এমন স্মৃতি ভ্রম
হল?
একটু কি বলবে?
আমি তো সেই স্মৃতিতে পুঁড়ে মরি।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।