আষাঢ়ে ভরা নদী
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা ১৯-০৪-২০২৪

আমাদের গাঁয়ে আছে ছোট এক নদী,
বর্ষার প্লাবন জলে তটিনী হয় বেগবতী।
গাঁয়ের মাঝি নদীঘাটে যাত্রী পার করে,
নৌকায় রাখিয়া যাত্রী জোরে হাল ধরে।

বরষার জল নামে মাঠ ঘাট রাঙাপথে,
প্লাবনের ঘোলাজলে ওঠে নদী মেতে।
একূল ওকূল ভাঙে তটিনী ওঠে ফুলে,
বিশাল বিশাল তরু ভেঙে পড়ে কূলে।

পশ্চিমদিগন্তে আসে মেঘ কালো করে,
আষাঢ়ের বাদল ধারা অবিরাম ঝরে।
অশনি ভরা বিজুলি জ্বলে ক্ষণে ক্ষণে,
কাঁপিছে বসুধা আজি মেঘের গর্জনে।

আষাঢ়ে ভরা নদী কানায় কানায় বান,
ভেঙে পড়ে বাড়িঘর ভেসে যায় গ্রাম।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।