আকাশের কান্না
- সাইয়িদ রফিকুল হক - অগ্রন্থিত ১৬-০৪-২০২৪

আকাশের কান্না সাইয়িদ রফিকুল হক মেঘলা আকাশ দিনদুপুরে কাঁদছে বড় সুখে, তাইতো দেখি সারাসকাল হাসি নাই তার মুখে! দুঃখগুলো আজকে যেন ঝরছে বড়ই তেজে, কাঁদছে আকাশ মনের সুখে করুণরূপে সেজে! আমরা ভাবি: আকাশ বুঝি অনেক বেশি সুখী, বাইরে তাহার রোদ-চেহারায় দেখি না ভাব দুঃখী। আসলে যে আকাশ কাঁদে কাঁদে অঝর ধারায়, তারই কান্নায় মর্ত্যলোকে এমন বৃষ্টি ঝরায়! আকাশের ওই কান্না দেখে বুঝতে পারো কিছু? সকল স্বার্থ ভুলে এবার হও না তুমি শিশু। সাইয়িদ রফিকুল হক পূর্বরাজাবাজার, ঢাকা, বাংলাদেশ। ০৩/০৭/২০১৭

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।