গনতন্ত্রের গ্রীণল্যান্ড
- সুদীপ তন্তুবায় (নীল) ১৮-০৪-২০২৪

একটা এশিয়া- আমার দুঃখ
একটা প্রশান্ত- আমার স্বপ্ন
একটা কাস্পিয়ান-আমার কান্না

একটাই গ্রীণল্যান্ড-
পামিরের আকাশ থেকে,
গড়তে গড়তে শত সহস্রবার ভেঙে পড়া চাঁদ
আবারো মুখ তুলে চায়, প্রতিরাত
আবার ভেঙে পড়া ......
হাইড্রোজেন ভালোবাসা নিয়ে
কাস্পিয়ানের বাষ্পায়ন হয় না কোনোদিন ।
তাই আমার চাঁদ রঙীন বোতলে ডুব দিয়ে
আকাশে ছড়িয়ে দেয় সুগন্ধি অ্যালকোহল ।

আমার চাঁদ কঙ্গোর মাটি দিয়ে গড়ে
মানুষ খেকো মনুষ্যত্বের মূর্তি ।
আমার চাঁদ মেরু বরফের শাড়ীতে
বাঁচাতে পারে ইয়েতি মেয়ের ইজ্জত ।
অ্যাঞ্জেলের জলধারায় পা ভিজিয়ে
কখনো এঁকে দেয় গনতন্ত্রের গ্রীণল্যান্ড ।

তাই চাঁদের লোভে, বারবার
টিকটিকি জীবনের প্রসূক্তা আত্মহত্যাই-
একটা এশিয়া, একটা প্রশান্ত
একটা কাস্পিয়ান ...

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।