রিম ঝিম ঝিম বৃষ্টি পড়ে
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা ২০-০৪-২০২৪

রিম ঝিম ঝিম বৃষ্টি পড়ে
দূরের আকাশ থেকে,
কালো মেঘে আকাশটাকে
রেখেছে আজ ঢেকে।

বিদ্যুতের ঝিলিক আকাশেতে
ঝলসিয়া উঠে যখন,
কালো মেঘের থেকে থেকে
ঐ শোনা যায় গর্জন।

গাঁয়ের পথে জল জমেছে
পথ হয়েছে পিছল,
বর্ষার জলে ফুলে ওঠে নদী
নদীতে বন্যা প্রবল।

নদীর ঘাটে নৌকা বাঁধা
নাইকো ঘাটে মাঝি,
পথ নির্জন খেয়াঘাটে নাই
যাত্রীদের ভিড় আজি।

রিম ঝিম ঝিম বৃষ্টি পড়ে
দূরের আকাশ থেকে,
সারাটা দিন ঐ বৃষ্টি পড়ে
আকাশ কালো মেঘে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।