হরপ্পা হবো একদিন
- সুদীপ তন্তুবায় (নীল) ২৯-০৩-২০২৪

তারা আমার কেউ না
যারা পৃথিবীর শ্রেষ্ঠতম বাহানাকে কচি রোদের মতো ছড়িয়ে
আঁধার লুফতে লুফতে হাঁটু গেড়ে বসে
হরপ্পার মতো

একটু অভিমান আছে বটে !

আমিও যদি কোনোদিন বসে পড়ি উপান্তে-উদ্বায়ী উপবনে
শেষ সতিত্বের মতো,
তাহলে, তাহলে তোমরাও কি ...

হয়তো !

সেদিন কালো কালো ধোঁয়ার রক্তের ভিতর
আমার চুঁইয়ে যাওয়া রক্তের ঘ্রাণ,
পোড়া মাংসের স্বাদ নিয়ে সন্ন্যাসের পথে হেঁটে যাবে
ধোঁয়ার শরীর ...
আবার একদিন নতুন কোনো জরায়ূ জাহ্নবীর খোঁজে
নতুন সভ্যতা

একটু অভিমান আছে বটে !

তবে না না করেও হরপ্পা তো হতেই হবে একদিন ...!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।