কলিঙ্গ কলকাতা
- সুদীপ তন্তুবায় (নীল) ২৮-০৩-২০২৪

আগুন পায়ে পথ পোড়ালে পুড়বেই পথ
পুড়ে যাবে সব সব কলকাতা !

বাংলার বুকে সবুজ আগুন
অসভ্যতার রেনি মনসুন
মায়ের আঁচলের নকশায় গাঁথা গিরগিটি সভ্যতা
শেষ হয়ে যাবে সমস্ত কলকাতা !

ঘুনপোকা ঘর বারবনিতার
উন্নয়নের স্টেবিলাইজার
শিক্ষার সব শুক্রাণু দল জড়িয়েছে অজ্ঞতা
পুড়ে পুড়ে যাবে সবটুকু কলকাতা !

পোড়া পথ ধরে যাব কদ্দুর
আমরা বাঙালি অ্যামমেচিউর
হয়তো তোমাকে পাওয়া কোনোদিন হবেনা সমর্পিতা
দেখো, ভিতর থেকেই পুড়ছে হয়তো
কলিঙ্গ কলকাতা !

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।