তুমি না হাসলে গোলাপ
- মোঃ আমিনুল এহছান মোল্লা - আলো ২৫-০৪-২০২৪

বিপথে না জাগলে ফুল- পাঁপড়ি কখনো হত না লুট,
তুমি না হাসলে গোলাপ- কভূ হতো না মৌয়ের জট,

রাণী তোমার রাঙ্গা গায়ে সৌরভ সুবাস ধ্যান
কামনা হৃদে উতালা মৌ শুলে শুলে তার প্রাণ !

পাপড়ি খুলে উদাস রূপে নাঙ্গা বোঁটে রাণী
ফুলের সেরা আউলা বনে জাগিয়ে সুপ্ত খনি।

নগ্ন ফুলের যৌন থাবা আজ যে বড় ভাবায়
সম্মান ভুলে ইজ্জত ভুলে যেথায় সেথায় লুটায়!

রাণীরা আজ চৈত্রে ফোটে প্রখর রৌদ্র তাপে
তৃষ্ণার্ত্ চাতক পাখি দৌড়ে ঝাপটে ক্ষেপে!

যার দানে পেয়েছো তুমি সৌরভ সুষমা ,
যৌবনে তুমি খুলেছো তাহা হারায়ে মহিমা।

ফুলে ফুলে নাঙ্গা ডানা বক্ষ টিলায় জাগে
দলে দলে হিংস্র শুলে তারে ভোগে আগে।

দুষ্ট মৌয়েরা ঝাপটে ধরে নগ্ন ডানার ফুল
ইসলাম বাগানে ফোটে যারা বিধায় না তারে শুল!

রাণী তুমি মেলাও ডানা ইসলাম পতাকা তল
দেখবে তুমি মগডালে ঐ চির মুক্তির দল।

এ প্রাণে জ্বলে প্রেমের শিখা তোমার স্পর্শ্ শিরে
রাণী তুমি হৃদয় গোলাপ, স্বর্গ্ তোমায় ঘিরে।

বিপথে না জাগলে ফুল- পাঁপড়ি কখনো হত না লুট,
তুমি না হাসলে গোলাপ- কভূ হতো না মৌয়ের জট,
-------------------------

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।