আকাশ জুড়ে তারার মালা
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা ২৯-০৩-২০২৪

আকাশ জুড়ে তারার মালা
মিটিমিটি করে জ্বলে,
চাঁদের আলো জোছনা ঝরায়
অজয় নদীর জলে।

নদীর চরে তরীখানি দেখি
ফুটফুটে জোছনায়,
দিনের শেষে ক্লান্ত হয়ে
নিশ্চিন্ত হয়ে ঘুমায়।

নিবিড় বনানী জোছনা রাতে
শুয়ে শুয়ে জেগে রয়,
শ্মশান চিতায় জ্বলন্ত আগুনে
মৃতদেহ ছাই হয়।

মাঝরাতে ডাকে শেয়ালেরা
গাঁয়ের পথের বাঁকে,
চাঁদ লুকায় জোছনা হারায়
তারারা জ্বলতে থাকে।

শুকতারা ফোটে আকাশে
পূবআকাশ হয় লাল,
জোছনা রাতি কেটে গিয়ে
আসে নতুন সকাল।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।