যৌবনপ্রাপ্ত যুবা ছেলের যে কত কষ্ট
- ফাইয়াজ ইসলাম ফাহিম ২৩-০৪-২০২৪

যৌবনপ্রাপ্ত যুবা ছেলের যে কত কষ্ট
একমাত্র যারা যুবা তারাই বুঝতে পারে,
নির্ঘুম রাতের সাথে যুদ্ধ
শুভ্র লাভার সাথে যুদ্ধ, চঞ্চল রাতের সাথে যুদ্ধ?
যৌবন প্রাপ্ত যুবা ছেলে প্রতি রাতেই যুদ্ধ করে
তার যৌবনের সাথে তার কামনার সাথে!
.
কখনো যৌবনপ্রাপ্ত যু্বা ছেলে পারে আবার কখনো পারে না
কখনো গলাটিপে হত্যা করে যৌবন কে
কতগুলো প্রহর বা দিনের জন্য?
যৌবন দূর্বিষহ করে তোলে যুবকের তনু- মন,
কখনো শুভ্র লাভায় ভ্রুণের আর্তনাদ শোনা যায়।
.
কখনো শুভ্র লাভায় বসবাসরত ভ্রুণের কেঁদে উঠে
কিন্তু যুবা ছেলে কিছুই করতে পারে না ও যে বড্ড অসহায়,
যৌবন ওর লাজ- শরম সব কেড়ে নিয়েছে!
যৌবনপ্রাপ্ত যুবা ছেলের যে কত কষ্ট
একমাত্র যারা যুবা তারাই বুঝতে পারে?

১০/৮/২০১৭

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

Faiyaj
১২-০৮-২০১৭ ০৭:২৫ মিঃ

.
কখনো শুভ্র লাভায় বসবাসরত ভ্রুণের কেঁদে উঠে
কিন্তু যুবা ছেলে কিছুই করতে পারে না ও যে বড্ড অসহায়,
যৌবন ওর লাজ- শরম সব কেড়ে নিয়েছে!
যৌবনপ্রাপ্ত যুবা ছেলের যে কত কষ্ট
একমাত্র যারা যুবা তারাই বুঝতে পারে?