এ হৃদয় ,এ প্রেম
- মোঃ আমিনুল এহছান মোল্লা - আলো ২৫-০৪-২০২৪

শুধু আল্লাহকেই ভালবাসি, এ প্রেমেই প্রিয় গোলামের মুক্তি।
তাঁর প্রভূত্ত্বের শিরক করো না, পুরন কর তাকে দেওয়া চুক্তি।

প্রেমের জন্যেই মানুষেরা এত সুন্দর, এতো জ্যোতিময়!
তাঁর ভালবাসাই পৃথিবীর সব প্রেমিক প্রেমিকাদের হৃদয়!

যখন একটি হৃদয়কে দেখি প্রেমের বাগানে
পবিত্র গ্রন্থের মহিমায় ফুটে আছে প্রভূ গানে;

তখন প্রিয় নবীজির সাফায়েত তোমাকে ছুঁয়ে
তুমিই তো প্রকৃত প্রেমিক এই ভালবাসাকে জয়ে ।

“হে প্রভূর গোলাম’’
যখন অন্ধকারে ডুবে যায় এ ধরণীর অবিশ্বাসী
তখন তুমি মুক্তির মিছিলে উর্ধ্ব গগণে তার প্রিয়সী!

হৃদয়ের জ্যোতি জ্বল জ্বল করে প্রেমিকাদের মুখে
ইসলামের অনিবার্ণ্ দীপশিখা জাগে প্রণয়ের সুখে।

হে গোলাম জেগে ওঠো প্রিয় প্রভূর ”আকাশে’’-
তুমিই তো প্রকৃত প্রেমিক বাতিলের সর্বনাশে।

এখনো যাদের কাছে কম্পিত হৃদয়কে মনে হয়
প্রভূ প্রেমের স্পর্শ্,কিংবা ওপার দিগন্তের ভয়!

তারাই সমৃদ্ধ, প্রকৃত প্রেমের সাধনা
তারাই প্রেমিক,গোলাম মুক্তির প্রেরণা।

নবী প্রেমকে বাদ দিলে হৃদয়ের থাকে কি?
তুমিই তো প্রকৃত প্রেমিক আল্লাহর জোনাকী!

এ হৃদয় ,এ প্রেম- শুধুই রাসূলের কল্পনা
কোরআন –হাদিস, প্রভূ স্বর্গের ঘোষনা।
---------------------

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।