স্বাধীনতার শুদ্ধতা চাই
- নাঈম মাহমূদ মিথেল ২৪-০৪-২০২৪

ঘুমন্ত হে বীর গর্জে উঠো হায়দারী হাঁকে, উঠো বীর সন্তান জন্মভূমি তোমায় করিয়াছে স্মরণ স্বাধীনতার ডাকে। ওঠো ওঠো হে নবীন, মুক্ত তুমি বাঁধাহীন। ভয় নাই আজ মরতে, রক্ত দায়ে মুক্ত মায়ের মানচিত্র গড়তে। কত ফুল মিষ্টি বকুল ওই পাষাণের দলে, নষ্ট করল কলি পিষে পদতলে। বাঁচাতে ফুল করিনি ভুল ধরেছি স্ট্যানগান, করিয়াছি ঝাঁঝরা তোরে ওরে পাষাণ এক হয়ে সব হিন্দু মুসলমান রুখেছি রে তোর জুলমাৎ কামান। এতো স্বপ্ন নিয়ে স্বাধীন হয়ে, তবু কেনো আজ রক্ত বহে? কেন রে আজ হয়না বিচার, জুলুমবাজদের অত্যাচার। স্বাধীন দেশের অধীন হয়ে মানচিত্রও আজ যাচ্ছে ক্ষয়ে হচ্ছে হরণ অসহায়ের মৃত্যুবরণ স্বাধীনতার বুকে ছুরি রক্তক্ষরণ স্বাধীনতায় আজ অনাহারীর যাবজ্জীবন জুলুমের তরবারিতে নিপীড়িত ক্ষণ। স্বাধীনতায় আজ মহামারি মুক্তির পথ রুদ্ধ, আর কত রক্ত দিলে স্বাধীনতা হবে শুদ্ধ? স্বাধীনতা আজ পুলিশের জিপে অন্ধ কাড়ায় বন্দি, স্বাধীনতাকে কেড়ে নিতে নব্য রাজাকার আঁটে ফন্দি স্বাধীনতায় আজ কেনো জুলুমের সাথে সন্ধি ; মনেরেখ কালো শক্তি স্বাধীনতার শুদ্ধকরণে ভয় নেই মোদের মৃত্যুবরণে

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।