জীবনের স্টেশন
- মুহাম্মদ ইয়াকুব আলী মামুন ২০-০৪-২০২৪

জীবনের স্টেশন
-মুহাম্মদ ইয়াকুব আলী মামুন

জীবনের স্টেশন আর কতদূর?
ফেরোতে হবে কন্টকাকীর্ণ পথ,
ফেরোতে হবে পাহাড়-সমুদ্দুর।

জীবনের স্টেশন কতদূর?
গড়তে হবে বাবা-মায়ের স্বপ্ন,
গড়তে হবে স্বীয় ভবিষ্যৎ, পারা যায় যতদূর।

জীবনের স্টেশন কতদূর?
একূলের যত কল্পনা-কল্পনা অপূর্ণই থাকুক,
গড়তে হবে পারলৌকিক কূল!

জীবনের স্টেশন কতদূর?
বাস্তবতা বড্ড নিষ্ঠুর, নির্দয়
স্বপ্ন পূরণের দিকে এগোতেই হবে
হোক না সে পথ খুব সুদূর।

*১৬ আগস্ট ২০১৭ খ্রিষ্টাব্দ*

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।