ভাবনা
- নাসিম শেখ - নিরব অশ্রু ১৯-০৪-২০২৪

আবার তোমার ভাবনাতে আসবো কোন কালে দুচোখ ভরে তখন তোমার উঠবে ভেসে জলে ভুলতে চেয়ে সকল স্মৃতি ব্যর্থ তুমি হবে সারাটা দিন কাটবে তোমার আমার কথা ভেবে সকাল হলে আসবে যখন তুমি পুকুর ধারে হঠাৎ তোমার দৃষ্টি গিয়ে পড়বে অপর পাড়ে শুন্য তখন দেখবে ওপার মনের মাঝে জমবে আধার মনের শোকে পুকুর পাড়টি ছেড়ে যাবে চলে দু চোখ ভরে তখন তোমার উঠবে ভেসে জলে আসবে যখন দিনের শেষের অলস বিকেল বেলা হাজার স্মৃতি তোমার মনে করবে তখন খেলা বিকেল বেলার মোদের প্রীতিূ পড়বে মনে সেই সে স্মৃতি ভাববে অনেক লাগতো ভালো আমায় কাছে পেলে দুচোখ ভরে তখন তোমার উঠবে ভেসে জলে চাদনি রাতে চাদের আলোয় বসবে যখন একা হয়তো তোমার পাশটি তখন লাগবে অনেক ফাকা তখন তোমার পড়বে মনে এমন ই এক মধুর ক্ষনে আদর করে খেতাম চুমু তোমার কোমল গালে দু চোখ ভরে তখন তোমার উঠবে ভেসে জলে গভীর রাতে হঠাৎ তোমার ঘুমটি ভেঙে যাবে কামনাতে জলবে শরীর আমার কথা ভেবে ভাববে যেন আমি এসে শুয়ে আছি পাশটি ঘেষে হঠাৎ তুমি উঠবে চমকে কল্পনার ঘোর কাটলে দু চোখ ভরে তখন তোমার উঠবে ভেসে জলে৷ লেখক: নাসিম শেখ

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।