উষ্ণ উপনিষদের উত্তরীয়
- সুদীপ তন্তুবায় (নীল) ২০-০৪-২০২৪

পৃথিবীর সমস্ত ঋণমুক্ত রাতকে খড়ের পুড়ায় বেঁধে
উপবাসী উপনিষদের বুকে রেখে দাও

জড়ত্বের অচেতন জরায়ূ ঘুমিয়ে থাক
জোনাকির দুর্বোধ্য সংগমের পাশে,
উদ্বায়ী সতিত্বের পাশে জেগে থাক পেঙ্গুইন প্রেম;
ঊদ্বর্তনের উড়োপথ ধরে ধরে হেঁটে চলা
শুধু হেঁটে চলা না দেখা সৌম সমুদ্রের
স্বরলিপির লাবন্য ছুঁয়ে ছুঁয়ে যেতে,
উলু দিতে দিতে উল্কারা উল্লাসে ভেঙে পড়লেই
বিদগ্ধ রাত
তবুও এগিয়ে যাওয়া ...
প্রস্তর যুগের জ্যামিতিক সীমা পেরিয়ে ধাতস্থ হওয়া
ধাতুর নব ধারাপাতের অবার্চীন অধ্যায়ে;

এভাবেই পর পর সব ...

ঋণাক্ত নদী ছুটবেই রাত ভেঙে ভেঙে মোহনার খোঁজে
তাই পৃথিবীর সমস্ত ঋণমুক্ত রাতকে
কপোতির ঝরে যাওয়া ডানায় বেঁধে রেখে দাও
উত্তরীয় ভাঁজে,
উষ্ণ উপনিষদের উৎকৃষ্ট সংগমের মহাজাগতিক উল্লাসে ...

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।