শারদ আহ্বান
- সৌম্যকান্তি চক্রবর্তী ২৫-০৪-২০২৪

শরতের আকাশে উড্ডীয়মান মেঘ ,
বাতাসে শিউলি ফুলের গন্ধ ,
মাঠে মাঠে কাশফুলের মেলা ।
আর হৃদয়ে এক শিহরণ জাগানো অনুভূতি ,

কোন্ এক সুদূর দিগন্ত থেকে ভেসে আসে
অনুচ্চারিত সংকেত , বলাকারা ডানা মেলে
উড়ে চলে তাদের সাথী মেঘমালিকার সঙ্গে !
অন্তর তখন উৎসবের আনন্দে মশগুল ।
অবকাশের অভিলাষে তখন আত্মিক উচ্ছ্বাস ।

এই শরতের কি অপূর্ব মহিমা ...
ছাতিম ফুলের গন্ধে মাতোয়ারা মলয় ,
দিক দিগন্তরে শুধুই অসীম উল্লাস ।
চেতনার অবচেতন প্রান্তেও তখন শারদ শিশিরের
ছোঁয়া লাগে , যেন কুসুমে কোরকে মুক্তোর
ঝলমলে শরত বার্তা , " এসেছি , আমি এসেছি ,
বহু পথ ঘুরে তোমার দুয়ারে , খুশির ছোঁয়ায়
সাজাব তোমারে " ......

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।