তরঙ্গ কন্যা
- ফাইয়াজ ইসলাম ফাহিম ২৯-০৩-২০২৪

তরঙ্গ কন্যা
.
.........ফাইয়াজ ইসলাম ফাহিম
.
কোথায় থাক তুমি হে তরঙ্গ কন্যা
আর কত ভালবাসার তরঙ্গে কাঁপাবে
মম মনের অ্যান্টেনা
তোমার তরঙ্গের তেজ দূর্বিষহ।
.
তোমায় চোখের আয়নায় দেখিতে চাই?
অনিমেষ দৃষ্টিতে দেখবো
তোমার ভালবাসার লহমা,
কেন তুমি খোয়াবে এসে দাও
ভালবাসার উপমা?
.
যার দরুণ তোমার তরঙ্গের এ্যাত্ত তেজ
কিসে আজ মম অ্যান্টেনায় উন্মেষ হয়েছে
ভালবাসার বেজ!
.
প্রতিদিন তোমায় রিমোটের বোতামের মতো চাপতে চাই
তোমার তরঙ্গে নিজেকে ম্লান করতে চাই,
আর সইতে পারি না তোমার তরঙ্গের তেজ
হে তরঙ্গ কন্যা
রাজি হও নিরব থেক না,
আর কত দিবো তোমায় পাবার আশে ধন্যা।
.
তোমার ভালবাসার তরঙ্গ কে নিজের অধীনে রাখতে চাই
তোমার ভালবাসার তরঙ্গ ইজারা নিতে চাই না,
আজীবনের মতো তোমার তরঙ্গ চাই
মম মনের অ্যান্টেনা সতেজ রাখতে চাই।
.
তুমি কি আমাতে বিলাবে তোমার সকল ভালবাসার তরঙ্গ
আমি তো তোমার সখা হতে চাই
হতে পারি না কি তোমার তরঙ্গের অঙ্গ।
.
চোখের আয়নায় তোমায় আজীবন দেখতে চাই
তুমি কি রাখবে মোর কথা,
আজীবন চাই তোমায় আমি অ্যান্টেনা
কখনো তোমায় দূরে ফেলে দিবো না করবো না তোমায় একা।
.
হে তরঙ্গ কন্যা আমার মনের অ্যান্টেনা কে নষ্ট করো না
তোমার ভালবাসার তরঙ্গের রাঙিয়ে দাও
মম মনের অ্যান্টেনা,
কস্মিকালেও যেন পরিবর্তন না হতে পারি
আমি যেন আজীবন সঙ্গী হয়ে থাকতে পারি শুধু তোমারি
হে তরঙ্গ কন্যা?

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

Faiyaj
২২-০৯-২০১৭ ০৮:৩৯ মিঃ

আজীবন চাই তোমায় আমি অ্যান্টেনা
কখনো তোমায় দূরে ফেলে দিবো না করবো না তোমায় একা।
.
হে তরঙ্গ কন্যা আমার মনের অ্যান্টেনা কে নষ্ট করো না
তোমার ভালবাসার তরঙ্গের রাঙিয়ে দাও
মম মনের অ্যান্টেনা,
কস্মিকালেও যেন পরিবর্তন না হতে পারি
আমি যেন আজীবন