অবরোহী পঞ্চদশঃ প্রকাশ লুকানো যায় ভালোবাসা নয়
- হাসান ইমতি - অবরোহী আরোহী ও সমারোহী ২৯-০৩-২০২৪

কি
করে
বললে
চলে যাবে ?
নিয়তি যদি
তোমার আমার
ভাগ্যরেখা মিলন
বিন্দুতে না বেঁধে দিত
তোমার কান্না আমাকেও
কেন আকূল করে কাঁদাল,
যদি ভালো না বাসো আমার
দুচোখ বেয়ে নামা দুঃখ নদীর
জলধারা কি করে তোমার সুখের
ঘরে কাঁটার ক্ষত হয়ে বিঁধে রইল,
প্রকাশ লুকানো যেতে পারে ভালোবাসা না ।

বিদ্রঃ “অবরোহী পঞ্চদশ” ঘরানার আমার একটি ভাবনাকে বাস্তবে রুপ দিয়ে রচিত আজকের “প্রকাশ লুকানো যায় ভালোবাসা নয়” লেখাটি ১৫ লাইনের এক বিশেষ ধরনের কবিতা যার প্রতি লাইনে বর্ণসংখ্যা লাইন সংখ্যার সমান । অর্থাৎ ১৫ লাইনের এই কবিতায় লাইনগুলো ১-২-৩-৪-৫-৬-৭-৮-৯-১০-১১-১২-১৩-১৪-১৫ এই লাইন ও বর্ণসংখ্যার ক্রম মেনে চলবে । এই লেখায় এভাবে মোট ১৫ টি লাইনে সর্বমোট ১২০টি বর্ণ আসবে । এই লেখার আকৃতি অনেকটা পিরামিডের মত দেখতে হয়, বাংলা বা ইংরেজি উভয় ভাষায়ই পিরামিড আকৃতির কবিতা লেখার প্রচেষ্টা কিছু কিছু দেখা যায়, কিন্তু এরকম লাইন এবং বর্ণ সংখ্যা মেনে কোন কাজ হয়নি । এই ধারার পাশাপাশি আমার ভাবনায় আছে আরেকটি ধারা “আরোহী পঞ্চদশ”, “আরোহী পঞ্চদশ” ধারাটি এই লেখার বিপরীতক্রমে অর্থাৎ ১৫ শব্দে শুরু হয়ে এক শব্দে এসে শেষ হবে, এটির আকৃতির সাথে পিরামিডের কোন মিলও থাকবে না বা এই ধরনের কোন কাজ বাংলা বা ইংরেজি কোন ভাষার সাহিত্যেই হয় নি । এই ধারাটি বোঝার জন্য আমার আজকের কবিতা “প্রকাশ লুকানো যায় ভালোবাসা নয়” কে লাইন অনুসারে বিশ্লেষণ করে দেখানো যেতে পারে ।

লাইন নং কবিতা বর্ণ সংখ্যা

০১ কি ০১
০২ করে ০২
০৩ বললে ০৩
০৪ চলে যাবে ? ০৪
০৫ নিয়তি যদি ০৫
০৬ তোমার আমার ০৬
০৭ ভাগ্যরেখা মিলন ০৭
০৮ বিন্দুতে না বেঁধে দিত ০৮
০৯ তোমার কান্না আমাকেও ০৯
১০ কেন আকূল করে কাঁদাল, ১০
১১ যদি ভালো না বাসো আমার ১১
১২ দুচোখ বেয়ে নামা দুঃখ নদীর ১২
১৩ জলধারা কি করে তোমার সুখের ১৩
১৪ ঘরে কাঁটার ক্ষত হয়ে বিঁধে রইল, ১৪
১৫ প্রকাশ লুকানো যেতে পারে ভালোবাসা না । ১৫

কেমন লাগলো কবিতার এই ভাবনা জানালে সুখী হব ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

kobisabujahmed
০২-০২-২০১৫ ১৮:৩০ মিঃ

khub valo laglo @

hasanimti
০১-০৮-২০১৪ ১৪:২৮ মিঃ

ধন্যবাদ কবি

ahasanalazad
২৬-০৭-২০১৪ ০২:১৯ মিঃ

অসাধারণ। খুবই ভালো লেগেছে :)