নীহারিকার খোঁজে আবারঘুরে দাড়াই
- মো: শফিকুল ইসলাম মোল্লা ( সজীব) ২৪-০৪-২০২৪

তোমাকে খুঁজতে খুজতে বুড়ো হয়ে গেল প্রকৃতি ৷
কোটি কোটি বছর দেখতে দেখতেই কেটে গেল,
বদলে গেছে সভ্যতা,
শুধু বদলাইনি তুমি, আমি আর পৃথিবীর গতি ৷
ভাবতে ভাবতে আদিম যুগ থেকে আধুনিক শতাব্দী,
কাঁদতে কাঁদতে চোখ দিয়ে বয়ে গেল নদী ৷
তুমি বলেছিলে ,
“এক সময় সভ্য হবে মানব জাতি ৷"
তাইতো হল,
তবু পূরন হয়নি অরন্যের ক্ষতি ৷
আজব লাগছে?
কিন্তু আমি আর অবাক হইনা ৷
কখনও যদি সভ্যতা ফিরে যায় আদিম যুগে,
তবুও একটুও আশ্চর্য হয়তো হবো না ৷
যেখানে নীহারিকা কয়েক হাজার আলোকবর্ষ দূর থেকে এসেও
থামেনা ,
যেখানে অরন্যের ক্ষতটা কমেনা ,
সেখানে আর কিছুই আমায় ভাবাতে পারেনা ৷
যে ধুমকেতুকে আমার বাহন করে গতবার
তোমার কাছে গিয়েছিলাম ৷
মনে আছে ওর কথা?
সেও সায়ানাইডের বিষ্ফোরনে আত্মহত্যা করেছে ৷
কেন?
তুমি আবার হারিয়ে গেছ বলে ৷
বিশ্বাস না হলে সত্য কি পাল্টায়?
আচ্ছা,
তোমাকে আমি মিথ্যে বলবো
এ কথা কি করে ভাবা যায়?
যাকে খুঁজতে গিয়ে সভ্যতার পালে হাওয়া দিলাম,
যাকে খুঁজতে সায়ানাইডের বন্ধু হলাম,
যাকে পাওয়ার জন্যই গ্যালাক্সী টপকে ছিলাম ৷
তাকে মিথ্যা?
কীভাবে ভাবো তুমি?
তবু রাগ নেই, নেই অভিমান,
শুধু ফিরে এসে বুঝে নাও তোমার সম্মান ৷
এখনও আগের মতোই চির অম্লান ৷

রচনাকাল:- ২২-০৭-২০১৪ইং
সন্ধ্যা ৭:৩০
প্রকাশ: ফেইসবুক ওয়াল ৷

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

Sazeebniharika
২৭-০৭-২০১৪ ১৪:৫৮ মিঃ

আমি কাব্য জগতে একদম নবীন ৷ অভিজ্ঞদের কাছে মূল্যবান মন্তব্যের মাঝে দিক নির্দেশনা প্রত্যাশা করছি ৷

Sazeebniharika
২৭-০৭-২০১৪ ১৪:৫০ মিঃ

আমি কাব্য জগতে একদম নবীন ৷ অভিজ্ঞদের কাছে মূল্যবান মন্তব্যের মাঝে দিক নির্দেশনা প্রত্যাশা করছি ৷