জীবন-লিপি~
- হরিশঙ্কর রায় ২৯-০৩-২০২৪

জীবন-লিপি~ -হরিশঙ্কর রায় এভাবে হয়তো লেখা হবে একদিন জীবন-লিপি, তারপর কবিতার আদলে একটা রূপ দেওয়া হবে । যেমন, প্রতিদিন একটা মরা-নদীর পাশ দিয়ে হেঁটে যাই, হাঁটতে... হাঁটতে... মনে হয়, এই বুঝি আমি মরে যাই ! তারপর জন্মান্তরের নেশায় বেঁচে উঠি, জন্ম হয় কবিতার । বলতে পারেন, একটা নদীর মত জীবন প্রবাহ গড়ে ওঠে- আর এইসব আকাবাঁকা পথ চলতে-চলতে শুরু হয় জাগতিক লেন-দেন । পাণ্ডুলিপির ছেঁড়া পৃষ্ঠাগুলো নদীর জলে ভেসে যায়, কত লিখেছি, ছিঁড়েছি ? বর্ণগুলোর কী রঙ হয় তাও জানতে চেষ্টা করেছি, পারি নি । নদীটি তার বুকের আঁচল পেতে বসে ছিল প্রতীক্ষায় থাকতে থাকতে দু'কুল ভাসিয়ে নিয়ে যায় আমার জীবন যৌবন । এমনি নিঃশব্দ রহস্যাবৃতে ডুবে দেখি, এই কি কবিতা ? এই কি কবির ভাষা ? জানতে চাই ? বুঝতে চাই ? অতঃপর... "এপিটাফ লেখা হবে, জীবন-লিপির বড় অক্ষরগুলো ক্ষয়ে যেতে যেতে অন্তর্লীন ।" ১ ডিসেম্বর, ১৪ ॥ কৃষ্ণকুঞ্জ, রংপুর ॥

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।