দিও
- পূর্ণেন্দু পত্রী---আমিই কচ আমিই দেবযানী
০৫-০৬-২০২৩

আজ সব খুলে দিও,
কোনো ফুল রেখোনা আড়ালে
ভূমধ্যসাগরও যদি চাই, দিও
দু'হাত বাড়ালে ।
দ্বিপ্রহরে যদি চাই
গোধূলি বেলার রাঙা ঠোঁট 
গোধূলিতে জ্যোৎস্না যদি চাই
কাঠের চেয়ারে বসে
যদি বলি হতে চাই
কীর্তিনাশা নদী
সমস্ত কল্লোল দিও
কোনো ঢেউ রেখোনা আড়ালে ।
ভূমধ্যসাগরও যদি চাই, দিও
দু'হাত বাড়ালে ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।