কবি-রাণী
- কাজী নজরুল ইসলাম---দোলনচাঁপা
০৬-০৬-২০২৩

তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি।
আমার এ রূপ-সে যে তোমায় ভালোবাসার ছবি।।
    আপন জেনে হাত বাড়ালো-
    আকাশ বাতাস প্রভাত-আলো,
    বিদায়-বেলার সন্ধ্যা-তারা
      পুবের অরুণ রবি,-
তুমি ভালোবাস ব’লে ভালোবাসে সবি?

আমার আমি লুকিয়েছিল তোমার ভালোবাসায়,
    তুমিই আমার মাঝে আসি’
    অসিতে মোর বাজাও বাঁশি,
    আমার পূজার যা আয়োজন
      তোমার প্রাণের হবি।
আমার বাণী জয়মাল্য, রাণি! তোমার সবি।।

তুমি আমায় ভালোবাস তাই তো আমি কবি।
আমার এ রূপ-সে যে তোমার ভালোবাসার ছবি।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

সাকলায়েন আহমেদ।
১৫-০৫-২০১৬ ০৮:১৫ মিঃ

কথা গুলো পরলে মনে হয় যেন কবির সামনে বসে কবির কন্ঠে শোনতেছি,

শাহ্ আলম শেখ শান্ত
০৬-০৩-২০১৪ ২১:৩৪ মিঃ

অসাধারণ