শেখো
- তসলিমা নাসরিন---কিছুক্ষণ থাকো
০৫-০৬-২০২৩

দুদিনের জীবন নিয়ে আমাদের কত রকম ঢঙ 
কিছুক্ষণ পরই তো ঢঙ ঢঙ ঘণ্টা বাজবে! 
চোখে তখন আর রঙ নেই, সব সাদা কালো, 
জঙ ধরা ত্বকে জাঁকালো 
অসুখ হাঁটবে, অসুখ তো নয়, সঙ। 
কিছুতে কি আর ফিরে পাবো চোখে, চোখের আলো! 
বাদ দাও না ওইসব অহেতুক অহং, 
যতদিন বাঁচো, ভালোবাসো। ভালো। 
যতসব বোমা আর ভড়ং প্রজাতি কি কোনওকালে টিকেছে এভাবে! হলে আস্ত মানুষখেকো! 
এবার একটু শেখো। ভলোবাসতে শেখো।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

রায়হানুল এফ রাজ
০৪-১০-২০১৬ ০১:৪৩ মিঃ

যতদিন বাঁচো, ভালোবাসো। ভালো। -- অসম্ভব সুন্দর।