ইমার্জেন্সি
- মুহম্মদ জাফর ইকবাল---ভয় কিংবা ভালোবাসা
০৫-০৬-২০২৩

প্রতিদিন দেখ কতদূর থেকে কতশত রোগী আসে
কারো জ্বর কারো মাথায় ব্যথা কেউ বসে শুধু কাশে।
কারো চুলকানি কারো এলার্জি কারো চোখ টকটকে লাল
কারো বদহজম কারো বুকে ব্যথা কারো পেট পুরো বেহাল।

এতো রোগী সব চুপ করে বসা কারো ব্যস্ততা নাই
আর তোমার একটু গলা ভেঙ্গেছে বলে ইমার্জেন্সি চাই?

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।